পৌর আওয়ামীলীগের দুই নেতার মারামারি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৮, ২০২৩
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভায় দুই নেতার মারামারির ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ২৭ নভেম্বর সন্ধ্যায় আওয়ামীলীগ অফিসে পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা চলছিল। এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুর রহমান পিন্টুর সাথে বাকবিতন্ডা ও শেষে মারামারির ঘটনা ঘটে। এসময় চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হন সাইফুর রহমান পিন্টু। এ ঘটনায় পিন্টু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, মারামারির ঘটনায় সাইফুর রহমান পিন্টু লিখিত অভিযোগ করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর