১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করল আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৮, ২০২৩
132
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা বণিক সমিতির নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বণিক সমিতির অফিস কক্ষে শপথ, অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শমসের আলী মল্লিক, বণিক সমিতির সাবেক সভাপিত আলহাজ¦ রফিকুল ইসলাম, বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক বিশ^াস ঘেটু, বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার আলী কচি, বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক রবিউল হক পকু, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম রহমান সিঞ্জুল, নবনির্বাচিত সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন।


সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাকে নির্বাচিত করায় সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলমডাঙ্গা বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সচেষ্ট থাকবেন। কমিটির সকলকে সাথে নিয়ে যে কোন সিদ্ধান্ত নেবেন। সদস্যদের যে কোন সমস্যায় পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেন।


দ্বিতীয় বারের নির্বাচিত সভাপতি আরেফিন হক মিলন মিয়া বলেন, গত টার্মে তারা সমস্ত সিদ্ধান্ত সকলের সম্মতিক্রমে নিয়েছেন। গণতান্ত্রিক মতাদর্শ মেনেই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছেন। এমন সদর্থক প্রচেষ্টা এ টার্মেও অব্যাহত থাকবে। সকলকে সাথে নিয়েই তিনি কাজ করবেন। সদস্যদের স্বার্থের সুরক্ষাসহ সমিতিকে গতিশীল রাখবেন। দ্বিতীয় বারের মতো তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রধান অতিথি আলমডাঙ্গা পৌর মেয়র বলেন, গত টার্মে আলমডাঙ্গা বণিক সমিতি অনেক ভালো কাজ করেছে। এ টার্মেও নতুন কমিটি আলমডাঙ্গা বণিক সমিতির কার্যক্রম আরও বেশি গতিশীল করবে। সদস্যদের কল্যাণে কাজ করবে। তাদের পাশে দাঁড়াবে। সর্বপরি আলমডাঙ্গাকে অর্থনৈতিকভাবে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে কাজ করবে। সদস্যদের ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখবে।


হারদী এমএস জোহা কলেজের প্রভাষক একেএম ফারুক হোসেন ও হাবিবুল করীম চঞ্চলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি একেএম এনামুল কবীর, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংগঠণিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ আলা উদ্দীন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান,ধর্ম সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক অ্যাড. শফিউল হাসান মিলন, কার্যকরী সদস্য আব্দুল ওহাব কাবলু, জসিম উদ্দীন, জয়নাল আবেদীন ক্যাপ, ফারুখ হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খোন্দকার সজীব, সিরাজুল ইসলাম, খন্দকার হামিদুল ইসলাম আজম। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও বণিক সমিতির সাধারন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram