আলমডাঙ্গায় উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ বাঁজানো হয়। সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্ত করেন।
উপজেলা যুবলীগ নেতা রাকিব আহম্মেদ রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক ইয়াকুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক।
যুবলীগ নেতা আসিফ ইকবাল অটালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, কলেজ ছাত্রলীগ সাবেক নেতা ইছানুর কবীর, পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শুভ, যুবলীগ নেতা সৈকত খান, সুরুজ, চঞ্চল, সেলিম, রানা, অভি, আলামীন, এনামুল, আলামীন, পারভেজ, ছাত্রলীগ নেতা পলাশ, আসিফ, নাহিয়ান, সাবিত, সিয়াম প্রমুখ।