প্রিয় বন্ধুকে বিস্ময়ে হতবাক করে দিলেন আলমডাঙ্গার সৃষ্টি মাল্টিমিডিয়া ও সখি ফিল্মস'র কো-আর্টিস্ট বন্ধুরা
প্রিয় বন্ধুকে বিস্ময়ে হতবাক করে দিলেন আলমডাঙ্গার সৃষ্টি মাল্টিমিডিয়া ও সখি ফিল্মস'র কো-আর্টিস্ট বন্ধুরা। অবাক করে দিলেন বন্ধুর অজান্তেই জমকালো আনুষ্ঠানিকতায় তার জন্মদিন পালনের মাধ্যমে।
আব্দুল জব্বার লিপ্ত আলমডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ও প্রিয় মুখ। আলমডাঙ্গার নাট্যাঙ্গনে তরুণ প্রজন্মের ভেতর যারা অভিনয় দক্ষতায় সকলকে মোহিত করেছেন, তাদের ভেতর অন্যতম প্রিয়মুখ আব্দুর জব্বার লিপু। অত্যন্ত বন্ধুবৎসল ও আড্ডাপ্রিয়। ১০ নভেম্বর শুক্রবার ছিল তার জন্মদিন। দুপুর পর পরই অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় কেক কেটে। পরে হাসি-তামাসা, আনন্দ-হিল্লোল, নানা স্মৃতিচারণ। শেষে সকলে কেক খাওয়া ও মাখামাখির অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন লিপুর কো-আড়্রটিস্ট সখি ফিল্মস ও সৃষ্টি মাল্টিমিডিয়ার পরিচালক হাফিজুর রহমান জীবন, এডিটর ওমর খৈয়ম , অভিনেতা আনোয়ার হোসেন, শামীম রেজা, নজরুল ইসলাম লিটু, রাশেদুল ইসলাম সাইজি, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, জাফ্ফার আলী মনা, সিরাজুল ইসলাম, আরমান আলী, পারভেজ, সজীব, চিকন আলী রাজিব, তরুণ কুমার প্রমুখ।