আলমডাঙ্গায় ছাত্রলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ
সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় হরতাল,অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রসমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে খুন-অগ্নি সন্ত্রাস-বোমা হামলাসহ সকল ধরনের অপকর্মের ঠিকাদার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে সারাদেশব্যাপী সন্ত্রাস ও সহিংস তান্ডবের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মিরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মিছিল ও বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ, শিহাব, পলাশ, রানা, মশিউর, নাহিয়ান, রিয়ন, সাম্য, শোয়েব, দিপু, রুদ্র, বাপ্পি, বাধন, অর্ক, সজিব, রাতুল, সাদ, সাদি প্রমুখ।