আলমডাঙ্গায় ৬ শ' কৃষককে অর্ধ কোটি টাকার কৃষি উপকরণ সহায়তা দিলো পেট্রোকেম
আলমডাঙ্গায় বিনা মূল্যে ৬ শ' কৃষককে প্রায় অর্ধ কোটি টাকার কৃষি উপকরণ সহায়তা দিয়েছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। ৭ নভেম্বর আলমডাঙ্গায় উত্তরা ট্রেডার্সের আয়োজনে ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ প্রদান করা হয়।
কৃষি উন্নয়নে প্রতি বছর ঢাকা ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের কৃষি উপকরণ সরবরাহ করে আসছে।
"বাঁচলে কৃষক, বাঁচবে দেশ -- উন্নয়নে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে উত্তরা ট্রেডার্সের আলমডাঙ্গার ব্যবস্থাপক নরেন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন।
পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মনিরুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, ডেপুটি ম্যানেজার (সেলস) আব্দুল হান্নান, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ।
পরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন অঞ্চলের ৬ শ কৃষককে প্রায় অর্ধ কোটি টাকার কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য ধানের বীজ, ইউরিয়া ২৫ কেজি, টিএসসি ১৫ কেজি, পটাশ ১৫ কেজি, পেটোজিংক ২ কেজি, পেট্রোজিপ ৫ কেজি, পেট্রোবোরন ১ কেজি, পেট্রোম্যাগ ২ কেজি, লালফিস ১ কেজি। এছাড়া, ফারতেরা, কাটাফ প্লাস কোরাজেন, কিল্টার প্রদান করা হয়েছে।