বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে আলমডাঙ্গা রেল ষ্টেশনে উপজেলা ও পৌর যুবলীগের অবস্থান কর্মসুচি
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় আলমডাঙ্গায় উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। ৬ নভেম্বর সোমবার অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা ঠেকাতে সকাল থেকেই আলমডাঙ্গা রেল ষ্টেশনে অবস্থান নেন নেতাকর্মিরা ।
নেতাকর্মীরা জানান, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। আন্দোলনের নামে তারা সংঘাত সহিংসতার পথে হাঁটার অপচেষ্টা করছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে আমরা সবসময় মাঠে প্রস্তুত আছি এবং থাকবো।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ নেতা রাকিব আহমেদ রকি, আসিফ ইকবাল অটাল, সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হাসান, পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শুভ, যুবলীগ নেতা কালু, সোহান, নূর আলম, চঞ্চল, শাহিন, তাপস, নয়ন, শাওন, শাকিলসহ শতাধিক উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মি।