বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তির সমাবেশ
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে আলমডাঙ্গায় শান্তির সমাবেশ পালন করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৬ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কালিদাসপুর পুরাতন সাদাব্রিজ মোড়ে এ শান্তির সমাবেশ পালন করেন। অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা ঠেকাতে নেতাকর্মিরা শান্তির সমাবেশ করেন।
শান্তির সমাবেশে কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, সাবেক সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আমজাদ হোসেন, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, মিনারুল ইসলাম রাজা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক বদরুজ্জামান, প্রচার সম্পাদক আলম হোসেন, সাংস্কৃতি সম্পাদক ইসমাঈল, ক্যাশিয়ার সাবেক মেম্বার মঞ্জু, যুবলীগের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে শমসের আলী, মিলন মিয়া, রবিউল হক, আসাদুল হক, শামিম রেজা সেন্টু, সাদ আহমেদ, আইয়ুব হোসেন, লিংকন জোয়ার্দ্দার, আনোয়ার হোসেন মিন্টু, আনসার আলী, শাহাজান,ছানোয়ার, নজরুল ইসলাম মেম্বার, সাগর মেম্বার, শিপন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মহর আলী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আব্দুল্লাহ আল সাবিক, নাজিম উদ্দিন, সুজন, আব্দুল করিম, রাহুল, বাবলু, পারভেজ, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, আলম হোসেন, ফারুক, নহর, রবিউল, রাশিদুল, কামাল, সাহারুল, আমিরুল, সাইদুল, আব্দুল, মিন্টু, রাকিবুল, তাইজুল, প্রমুখ।