বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে আলমডাঙ্গা আওয়ামীলীগ ও ছাত্রলীগের অবস্থান কর্মসুচি
বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে আলমডাঙ্গায় উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। ২ নভেম্বর অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতা ঠেকাতে নেতাকর্মিরা সকাল থেকেই আলমডাঙ্গা রেল ষ্টেশন ও পশুহাট লালব্রিজে সামনে অবস্থান নেন।
নেতাকর্মীরা জানান, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। আন্দোলনের নামে তারা সংঘাত সহিংসতার পথে হাঁটার অপচেষ্টা করছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে আমরা সবসময় মাঠে প্রস্তুত আছি এবং থাকবো।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, যুবলীগ নেতা ফারুক, জাহাঙ্গীর আলম, নূর আলম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, সজিব, আসিফ, পলাশ, মশিউর, নাহিয়ান, রুদ্র, রিয়ন, শান্ত, সাম্য, রাসেল, দিপ্ত, মাহিন, শ্রমিকলীগ নেতা লাল্টু প্রমুখ।