১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৩, ২০২৩
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় বিএনপির বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। ১ নভেম্বর বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মিকে গ্রেফকার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


এজাহারে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গোপিভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা মাঠে বিএনপি জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে বিএনপি-জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত অবরোধ উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস, শান্তিপ্রিয় জনসাধারণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বৈঠক করছে। এ সংবাদ পেয়ে স্কুলমাঠে অভিযান চালায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় থানা পুলিশ আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মসলেম উদ্দিনের ছেলে জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান(৪৮), কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের দাউদ আলীর ছেলে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম(৪২), চরশ্রীরামপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আলী(৫৫), ডাউকি গ্রামের মৃত শেখ আব্দুল আজিজের ছেলে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান(৪৮), হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রোকন শাহজান আলী(৪২), বামানগর গ্রামের মৃত হাফেজ আব্দুস সাত্তারের ছেলে হারদী ইউনিয়ন জামায়াতের রোকন জুবায়ের বিশ^াস@ জোবাইরুল হক(৫৫), শেখপাড়ার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাবিবুর রহমান(৫৭), কুমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনারুল হক(৩৭), কুমারী গ্রামের মৃত হারুন আলীর ছেলে ওয়ার্ড জামায়াতের সদস্য মুরাদ আলী(৩৬)ও দুর্লভপুর গ্রামের মৃত দিদার আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সদস্য নুর ইসলাম(৫৮)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram