করোনায় আক্রান্ত জেলা পরিষদের সদস্য আসাবুল হক ঠান্ডু সুস্থতা কামনায় দোয়া কামনা
হাটবোয়ালিয়া প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাবুল হক ঠান্ডুর রোগ মুক্তি কামনা করে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ভাংবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত দু’সপ্তা ধরে আসাবুল হক ঠান্ডু অসুস্থ্য ছিলেন। কিছুতেই তিনি সুস্থ্য হয়ে না উঠলে গত ১৪ আগস্ট আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নমুনা প্রদান করেন।
১৬ আগস্ট নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে তিনি পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।
এ দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, আজাদ আলী বিশ্বাস, নান্নু বিশ্বাস, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সোয়েব উদ্দীন, কালু মন্ডল, মামুন রেজা, বিল্লাল মেম্বার, সুমন মেম্বার, সাহিবুল মেম্বার, আমিরুল মেম্বার, রাহাজ মেম্বার, মুঞ্জিল, মোজাম, সন্টু বিশ্বাস, ইলিয়াস, জিয়া, মজনু, আব্দুল ওয়াদুদ, লালু, সলেমান, রকি বিশ্বাস, মহাবুল, বাপ্পা, সেলিম, রাইদুল, রুবেল, মিনারুল, বিল্লাল, আলেফ, জামাল, আবু তাহের, কলিন্স, আনিসুর রহমান, রাজ্জাক, নজরুল, মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সেলিম রেজা। বর্তমানে তিনি ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখন আশংকা মুক্ত।