৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে পান বরোজে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
৫ম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়ের বান্ধবীকে একা পেয়ে ফুঁসলিয়ে নিয়ে গেলেন পান বরোজে। ভয় দেখিয়ে শিশুকন্যার শ্লীলতাহানির আগ মুহুর্তে মুর্তিমান আতঙ্কের মত ঘটনাস্থলে উপস্থিত হলেন বউ। বউকে দেখেই তিনি দৌড়ে পালালেন।
নাটকীয় এ ঘটনা ঘটেছে ২ নভেম্বর বিকেলে আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামে।
এ ঘটনায় নির্যাতিত শিশুকন্যার বাবা বাদী হয়ে থানায় মাদারহুদা গ্রামের মৃত আয়ুব মন্ডলের ছেলে ইসলামের (৪৫) বিরুদ্ধে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ইসলাম জেহালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নির্যাতিত শিশুকন্যার বাবা জানান, মাদারহুদা গ্রামের ইসলামের কন্য ৫ম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিশুকন্যার এক সহপাঠী তাদের বাড়িতে যায়। এসময় মেয়ের বান্ধবীকে ইসলাম আলী ফুঁসলিয়ে পাশের পান বরোজে নিয়ে যান। ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করতে থাকেন ইসলাম আলী। ঠিক সেই মুহুর্তে স্ত্রী যমদুতের মত সেখানে উপস্থিত হলে ইসলাম আলী পালিয়ে যান।
ঘটনার রাতে নির্যাতিত শিশুকন্যার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার অভিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, অভিযোগ জ্ঞাত হয়ে ঘটনার সত্যতা যাচাই বাচাই করা হচ্ছে। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।