আলমডাঙ্গার পরিচিত মুখ বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান আর নেই
আলমডাঙ্গা কোটপাড়ার বাসিন্দা, কুষ্টিয়ার মনোহরদীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মারা গেছেন। ( ইন্না -- রাজিউন)। গতকাল রবিবার ২৯ অক্টোবর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বেলা পৌণে তিনটার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরার স্বামী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধার লাশ প্রথমে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম জানাযা শেষে রাত সাড়ে ৮ টায় আলমডাঙ্গার বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকাল ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে শহরের দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,ও দু মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মহান স্বাধীনতা যুদ্ধে কুষ্টিয়া এলাকায় মুজিব বাহিনীর হয়ে পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। স্বাধীনতা পরবর্তী ৭২ সালে রিলিফ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৮৮ সাল থেকে ৯২ সাল পর্যন্ত মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের গঙ্গাবরকান্দি গ্রামের মৃত আজমত আলী বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ চল্লিশ বছর আগে আলমডাঙ্গা শহরের কোর্টপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে একমাত্র ছেলে ইসলামিক ফাউন্ডেশনের ঝিনাইদহ অঞ্চলের কর্মকর্তা ওয়ালিউর রহমান রনি সকলের নিকট দু'আ চেয়েছেন।