আলমডাঙ্গায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে তাদেরকে গ্রেফতার করেছে বলে দাবি করা হয়েছে। ২৮ অক্টোবর শনিবার দিন রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কালিদাসপুর আসাননগর গ্রামের আল আমিন সোসাইটি ক্যাডেট মাদ্রাসার ফাঁকা মাঠে বিএনপি জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে বিএনপি-জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস, শান্তিপ্রিয় জনসাধারণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।
এসময় থানা পুলিশ জেহালা বাজারের মৃত মকছেদ আলীর ছেলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, ভদুয়া গ্রামের শাহপাড়ার সোহরাব শাহর ছেলে জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার মৃত এলাহি বক্সের ছেলে হারুন অর রশিদ, কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খালপাড়ার মৃত আওলাদ আলীর ছেলে রবজেল আলী, মৃত হায়দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, পৌর এলাকার বাবুপাড়ার মৃত কিয়াম উদ্দিন মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন, নতিডাঙ্গা গ্রামের মৃত মোশারেফ আলীর ছেলে মামুন হোসেন, চিৎলা গ্রামের পূর্বপাড়ার মোবারক মালিথার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু, হাকিমপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ, হারদী থানাপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার, কাবিলনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে নজরুল ইসলাম, তালুককররা গ্রামের উত্তরপাড়ার আকবার আলীর ছেলে আব্বাস আলী, শিশিরদাড়ি গ্রামের মল্লিকপাড়ারমৃত বাবর আলীর ছেলে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।