আলমডাঙ্গায় মাদকসহ কালিদাসপুরের বাদল রশিদ গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৬, ২০২৩
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কালিদাসপুর দক্ষিণপাড়ার বাদল রশিদকে গ্রেফতার করেছে। ২৪ অক্টোবর দিনগত রাতে এরশাদপুর গ্রাম এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাজিবুর রহমানের ছেলে বাদল রশিদ(৩২) বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ২৪ অক্টোবর দিনগত রাতে আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম এএসআই জামির ও এএসআই রেয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।