চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫ খুলনার আলমডাঙ্গা শাখা কার্যালয় ও আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ১৮৯৫ আলমডাঙ্গা শাখা কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এম জেনারেল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত সাধারন সম্পাদক হাজী রিপন মন্ডল, সহসভাপতি মুসা করিম ঠান্ডু, তারিক হোসেন, রফিকুজ্জামান রানা, নদিয়া ডিলাক্সের মালিক সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সম্পাদক রেজাউল হক রেজা, মিরাজুল ইসলাম নান্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সড়ক সম্পাদক পান্না মিয়া, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান ছিদ্দিক, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম ফন্টু, আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সহসভাপতি আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাহাবুল ইসলাম, আলমডাঙ্গা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রঞ্জু।
আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সভাপতি রিয়াজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, সাগর আলী, আমিরুল ইসলাম, জনি হোসেন, কালু মিয়া, হাসান, আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সহসভাপতি হাফিজুর রহমান, কার্যকরী সদস্য রুবেল হোসেন ভোলা, হাশেম আলী, মীর হোসেন, শ্রমিক ইউনিয়নের নেতা মোজাফ্ফর হোসেন, উজ্জল, মনাসহ চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।