আলমডাঙ্গায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ প্রতিপাপদ্যে আলমডাঙ্গায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্তরে জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার রেজওয়ানান নাহিদ, অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমা নাসরীন, সহকারি অধ্যাপক আব্দুর রহিম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুজ্জামান , মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সহকারি শিক্ষক হাসিনুর রহমান, জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌল্লা, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, নির্বাচন অফিসার মশিউর রহমান, আনসার ভিডিপি কর্মবর্তা আজিজুল হাকীম,জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, ফায়ার ষ্টেশন অফিসার আল মামুন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শেফালী বেগম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাসুদ কামাল প্রমুখ।