২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দিনের বেলা বাড়ির সামনে থেকে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১২, ২০২৩
208
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দিনের বেলা বাড়ির সামনে থেকে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ১১ অক্টোবর বিকেলে আলমডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ায় এ দু:সাহসিক ঘটনা ঘটেছে।

জানা যায়, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক রহিদুল ইসলাম গতকাল বিকেলে তার ব্যবহৃত হোন্ডা শাইন (১২৫ সিসি) মোটরসাইকেল তালাবদ্ধ করে বাড়ির সামনে রেখে ভেতর যান। ঘন্টা খানিক পরে বিকেল ৫ টার দিকে বাইরে বের হয়ে মোটরসাইকেল খুঁজে পাননি। সঙ্ঘবদ্ধ চোরচক্র তালা ভেঙ্গে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

বেশ কয়েক মাস ধরে থানা পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান চালিয়েছে। বেশ কিছু চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আন্তঃজেলা চোর সিন্ডিকেটের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তা সত্বেও দিনের বেলা বাড়ির সামনে থেকে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরির এ ঘটনায় শহরবাসী শঙ্কিত।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram