আলমডাঙ্গায় স্যালো মেশিন, পানির পাম্প ও পাখিভ্যানসহ ৩ চোর গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১১, ২০২৩
95
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে স্যালো মেশিন, পানির পাম্প ও পাখিভ্যানসহ ৩ চোর গ্রেফতার করেছে। ১১ অক্টোবর বুধবার দুপুর ১২টার দিকে জেহালা ষ্টেশনপাড়া থেকে তাদেরকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার নতিডাঙ্গা গ্রামের মঙ্গল আলীর ছেলে সজিব(২০) একই গ্রামের মিনার ছেলে ইমরান(১৯) ও জেহালা ষ্টেশনপাড়ার মৃত খলিলের ছেলে মানিক হোসন(২৪) এলাকার চিহ্নত চোর। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি করে বেড়ায়।
১১ অক্টোবর দুপুরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই ইউসুফ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোরাই ১টি স্যালো মেশিন, ১টি পানির পাম্প ও ১ পাখি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছে। এসময় তাদের ৩জনতে চোরাই মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর