আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগের জনসমাবেশে নঈম জোয়ার্দ্দার
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যদি অগ্নিসন্ত্রাস করে যুবলীগ তা প্রতিরোধ করবে হুশিয়ারি দিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, বিএনপি কি করেছে? কোন উন্নয়ন করেনি তারা। তিনি জেহালা ইউনিয়নবাসিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এলাকার গলিগলি পর্যন্ত পিচঢালা রাস্তা হয়েছে। কারা করেছে? বিএনপি কিছুই করেনি। যাকিছু উন্নয়ন আওয়ামী লীগ সরকার করেছে।
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জনসমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান শিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শামসুজ্জোহা হাসু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার, যুগ্ন আহবায়ক তাফসির আহমেদ লাল, সদস্য সালউদ্দিন মন্ডল, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রনেতা সৌকত, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক খালিদ।
উপস্থিত ছিলেন সুইট, রাসেল, আলিম, মিঠুন, রনি, জুয়েল, কবীর, সজল, সজিব, রাজন, সুমন, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমান, সঈদ আলী, মুন্সিগঞ্জ নিগাড় সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগ নেতা সবুজ, বকুল, রানা, শুভ, নাজিমুল, তৌহিদ, নান্নু, আলমগীর, আনান্দ, আনারুল, আলামিন। ওয়ার্ড যুবলীগ নেতা সমির, তুষার, রিন, সাইদুর, সোনা মিয়া, রকিবুল, আমির, লালু, মিনারুল, রিংকু, চঞ্চল, নবিরুল, রিয়ন, আরিফ, তারিফ, জামাল, নাসির, মিলন হোসেন, মনজু, কুসুম, কালু, বাবু, বারেক প্রমুখ। অনুষ্ঠানিকর পরিচালনা করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ প্রমুখ।