১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৪, ২০২৩
64
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার থানা চত্তরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুরোহিত কমিটির সভাপতি শ্রী দেবেন্দ্রনাথ বাবু লাল দোবে, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার ঘোষ কালু, সাধারন সম্পাদক জয় কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সাধারন সম্পাদক সম্পাদক পলাশ আচার্য্য।


আলমডাঙ্গা থানার এসআই বিকাশ কুমারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রথতলা দূর্গা মন্দিরের সভাপতি বিদ্যুৎ সাহা, সম্পাদক অসীম কুমার সাহা, কলেজপাড়া দূর্গা মন্দিরের সুবেন্দ সাহা নন্দ,ষ্টেশনপাড়া দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক দেবদাস বেদ, গোবিন্দপুর মাঠপাড়া দূর্গা মন্দিরের সভাপতি প্রকাশ কুমার ব্যাধ, সম্পাদক আদি কুমার ব্যাধ, ক্যানেলপাড়া দূর্গা মন্দিরের দেবদাস দে, সম্পাদক লিপন কুমার বিশ্বাস, বাবু পাড়া দূর্গা মন্দিরের কৃষ্ণ বিশ্বাস, সম্পাদক তন্ময় বিশ্বাস, কলেজপাড়া অস্থায়ী দূর্গা মন্দিরের সভাপতি বিষ্ণু অধিকারী, সম্পাদক সনজিৎ অধিকারী,পুরাতন বাস স্টান্ড দূর্গা মন্দিরের সভাপতি সুধাংশু ব্যানার্জী, সম্পাদক অমিত ব্যানার্জী, গোবিন্দপুর দাসপাড়া দূর্গা মন্দিরের সভাপতি উজ্জল দাস, সম্পাদক সদাই দাস, আনন্দধাম দাসপাড়া দূর্গা মন্দিরের সভাপতি বিজয় কুৃমার দাস, সম্পাদক শিপন দাসসহ আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ৩৯টি দূর্গা মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।


এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram