আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাধিকাগঞ্জের সোহেল মিনহাজ গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২, ২০২৩
182
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাধিকাগঞ্জের সোহেল মিনহাজকে গ্রেফতার করেছে। ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে আলমডাঙ্গার পৌর পশুহাট এলাকা থেকে তাকে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, সোহেল মিনহাজ(৩৫) পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত শাহাজাহান আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
শনিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই সঞ্জিত সাহা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।