৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে বাস ট্রাক্টর এর মুখমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৭

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩০, ২০২৩
135
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আব্দুল্লাহ আল মামুন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় ইউনিয়নের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংংঘর্ষ হয়েছে। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ঢাকাগামী সোনালী পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে পার্শবর্তী শ্যামকুড় ইউনিয়ন এর আবুল হাসেম (৩০) ঘটনাস্থলে নিহত হয় ।

দূর্ঘটনায় বাস ও ট্রাক্টরটি পাশ্ববর্তী খাদের পড়ে গেলে স্থানীয় জনগন উদ্ধারে এগিয়ে আসে। পরবর্তীতে মহেশপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের সংখ্যা ৭ জন বলে জানা গেছে।

কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া জানান, ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাকটরের মুখোমুখি সংংঘর্ষে আবুল হাসেম নামের একজন নিহত ঘটনাটি নিশ্চত করেছেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে ঘটনা স্থালে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram