আলমডাঙ্গায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের উদ্যোগে বিশ্বনবী (সা:)”র জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়াল। আলমডাঙ্গায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমার অরুন, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল।
কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহীন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা ব্যাংকার মানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, কালু ঘোষ, মহসিন কামাল, লাভলু, যুবলীগ নেতা সৈকত খান, পাপন রহমান, মিরাজুল ইসলাম রঞ্জু, ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ইছানুর কবীর প্রমুখ।