১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৮, ২০২৩
185
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত নেতা কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে দেশ বিদেশে পরিচিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বিএনপি-জামায়াত ইর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছে। তারা আবারও দেশকে পাকিস্থান বানাতে চায়। আপনারা জানেন বর্তমানে পাকিস্থানের কি অবস্থা। পাকিস্থানের মানুষ এখন দু-বেলা ভাত খেতে পায় না।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন শিক্ষিত; বুঝতে শিখেছে। মানুষ উন্নয়ন দেখতে চায়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে যত উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি। আওয়ামীলীগ সরকার গঠন করার পর উপজেলায় মডেল মসজিদ করেছে, ইমামদের বেতন চালু হয়েছে। পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু টালেন, কতো যে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ^বিদ্যালয় করেছে বলে শেষ করা যাবে না। দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫১ প্রকার দিচ্ছেন।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন এলেই দেশের স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়ে ওঠে। তারা নানা রকম চক্রান্ত শুরু করে। কিন্ত তাদের এই সব চক্রান্ত আর করতে দেয়া হবে না। তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল চক্রান্ত রুখে দেয়া হবে।

কর্মী সমাবেশে ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী শাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও ভারপ্রাপ্ত কৃষকলীগ সভাপতি তৌহিদুর রহমান চন্দন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন হেলা, সাধারন সম্পাদক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান জান্টু, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, তরিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক হিমেল , শাহিন।

বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী, মিনাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার বিপ্লব হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য রায়হান উদ্দিন, ইউপি সদস্য লাল্টু, আহসান উল্লাহ তোতা, আলিম উদ্দিনম, মঞ্জু, খোকন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, শাহীন রেজা, যুবলীগ নেতা আব্দুল কাদের রানা, সৈকত খান, রাকিবুল ইসলাম রকি, অটাল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আব্দুল্লাহ আল সাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা আহমেদসহ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মি ও মহিলা আওয়ামীগ নেতাকর্মি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram