৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির টাকাসহ এক প্রতারক আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৫, ২০২৩
152
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির টাকাসহ এক প্রতারককে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আটক প্রতারক নিজেকে পুলিশের দারোগা পরিচয় দিয়ে বিভিন্নজনকে ফাঁদে ফেলে মোবাইল হাতিয়ে নেওয়াই ছিল তার কাজ। ২৪ সেপ্টেম্বর দুপুরে শহরের বাবুপাড়া থেকে দুইটি মোবাইল ও মোবাইল বিক্রির টাকাসহ প্রতারক আলম হোসেনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেয় তারা।

আটক আলম হোসেন পাবনা জেলার লাউদাড়া দ্বীপচর এলাকার শহীদুল্লাহর ছেলে। সে আলমডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে মোবাইল হাতিয়ে নিত।

পুলিশ জানায়, গতকাল গ্রেফতারি পরোয়ানা তামিল করছিলেন আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত সাহা। এ সময় বাবুপাড়ায় জনগন মোবাইল চোর আটক করেছে এমন সংবাদ পেয়ে তিনি সেখানে যান। জনগনের হাত থেকে এসআই সঞ্জিত সাহা প্রতারক আলম হোসেনকে পুলিশের জিম্মায় নেন। এসময় তার কাছ থেকে দুইটি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলম হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram