বিএনপির কেন্দ্র ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ঝিনাইদাহ রোড মার্চ সফল করতে আলমডাঙ্গায় বিএনপির প্রস্তুুতিসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে ঝিনাইদাহ রোড মার্চ সফল করতে আলমডাঙ্গায় বিএনপির প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ সেপ্টেম্বর ঝিনাইদাহ থেকে খুলনা অভিমুখে রোড মার্চ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল ওহাব মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিচুর রহমান, জেলা বিএনপি নেতা আক্তার উজ্জামান, জেলা যুবদলের যুগ্মসম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলেল সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা ফিরোজ, বাবু। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকউজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, হারদী ইউনিয়নের আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, ডাউকি ইউনিয়নের সাবেক সভাপতি ইউনুচ আলি, বেলগাছি ইউনিয়নের সাবেক সভাপতি ঝন্টু মালিতা, কালিদাসপুর ইউনিয়নের সাবেক সভাপতি আলি হোসেন, যুবদল নেতা রহিত, রানা, সুন্নত, আলমগীর, সোহেল বিপ্লব, রাশেদ, লিপু, আনিচ, ছাত্রদল নেতা শামীম, শুভ, হারুন, লিটনসহ বিভিন্ন ইউনিয়নের ও পৌর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মি।