ফুটবলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা
খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা। ২৩ সেপ্টেম্বর শনিবার খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নড়াইল জেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
ইতোপূর্বে চুয়াডাঙ্গা জেলার সবক'টি উপজেলার বিদ্যালয়ের মেয়েদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারপর খুলনা বিভাগীয় পর্যায়ের ১০ জেলার মধ্যে প্রতিযোগিতা হয়। এরমধ্যে চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা দল টিকে থাকে। গতকাল শনিবার ছিল খুলনা বিভাগের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় নড়াইল জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এবার জাতীয় পর্যায়ে দেশের সবক'টি বিভাগ একে অপরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ২৫ সেপ্টেম্বর খুলনা বনাম বরিশাল বিভাগের মেয়েদের মধ্যে প্রথম বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিম।
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, এটা আমাদের স্কুলের মেয়েদের খুব বড় একটা অর্জন। একে একে জয় পেয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা। আগামী ২৫ তারিখে বরিশাল বিভাগের সাথে খুলনা বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। তিনি খেলায় অংশ নেওয়া আলমডাঙ্গার মেয়েদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ¯িœগ্ধা দাস বলেন, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নি:সন্দেহে অনেক আনন্দের। তারা যাতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে, সেজন্য শুভকামনা রইল।
এদিকে, খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা।
পুরুষদের ফুটবলের জীর্ণ দশায় এলাকায় নারী ফুটবলারদের এহেন সাফল্যে উৎফুল্ল এলাকাবাসী।