খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আান্দোলন গড়ে তুলুন এ স্লোগানকে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর জিসান টাওয়ারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জোনাল ইনচার্জ ব্যাংকার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা আজিমুদ্দিন।
পৌর খেলাফত মজলিসের সভাপতি আলহাজ¦ জাকারিয়া হাবীবেরর উপস্থাপনায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা বদিউল আলম, মাওলানা আক্তারুজ্জামান, আলমডাঙ্গা সিদ্দিকীয় আলিম মাদ্রাসার শিক্ষক রুহুল আলীম, আলী আকবার, হাফেজ আকরাম হোসাইন, মাওলানা আব্দুল হামীদ, মুফতি সাইফুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং চলমান আর্থ সামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহব্বান জানান।