আলমডাঙ্গায় ইয়াবাসহ এরশাদপুর গ্রামের আব্দুর রাজ্জাক রাজা আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২২, ২০২৩
96
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এরশাদপুর গ্রামের আব্দুর রাজ্জাক রাজাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। ২০ সেপ্টেম্বর বুধবার দিনগত রাতে এরশাদপুর গোরস্থান পাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে আব্দুর রাজ্জাক রাজা(২৫) অবৈধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করে। সে বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে।
বুধবার রাতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুল হক ও এএসাআই জামির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজাকে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর