আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ চতুর্থবারের মতো চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ চতুর্থবারের মতো চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় ওসি বিপ্লব কুমার নাথকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করা হয়। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন ।
আলমডাঙ্গা থানা এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ নির্মূল করাসহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে বিপ্লব কুমার নাথকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার( দামুড়হুদা সার্র্কেল) জাকিয়া সুলতানাসহ চুয়াডাঙ্গার পুলিশের সকল পুলিশ পরিদর্শকবৃন্দ।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। পুলিশ সুপারের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার দায়িত্বের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং আলমডাঙ্গা থানাকে চুয়াডাঙ্গার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করাতে পারায় আমি খুবই আনন্দিত। আরও সফলভাবে দায়িত্ব্র পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।