আলমডাঙ্গায় ৩ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ
আলমডাঙ্গার মধুপুর মাঠের পুকুরপাড়ের প্রায় ৩ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ঘোষবিলা গ্রামের খবির উদ্দিনসহ তার দুই ছেলের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্থ কৃষক পানু আলী এই অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ঘোষবিলা গ্রামের ছুরাপ আলীর ছেলে পানু জিকে সেচ প্রকল্পের পাশে একটি পুকুরে মাছের চাষ করেন। এক বছর আগে পুকুরপাড়ের চারপাশে মোট ৪ হাজার কলাগাছ লাগান তিনি। কিছুদিন আগে ঘোষবিলা গ্রামের খবির উদ্দিনের ছেলে সাহেবের সাথে তার একটি তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয়।
অভিযোগে পানু জানান, সাহেব তাকে কোন ক্ষতি করতে না পেরে ১১ তারিখ রাতে তার ৪ হাজার কলাগাছের মধ্যে প্রায় ৩ হাজার কলাগাছ কেটে দিয়েছে। গাছ কাটার সময় সাহেবের পিতা খবির উদ্দিন ও তার ভাই রবিউলও ছিল। এতে তার আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ কৃষক পানু আলী।