নাটোরের সিংড়ায় করলার জমিতে বিষ প্রয়োগ
প্রতিনিধি :
রাজু আহমেদ
আপডেট :
সেপ্টেম্বর ১৩, ২০২৩
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
নাটোরের সিংড়য় পূর্ব শত্রুতার জের ধরে ২ বিঘা করলার জমিতে বিষ প্রয়োগে করলা গাছ ও করলা নষ্ট করেছে দুর্বৃত্তরা।
এতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক রুহুল আমিন।
বুধবার গভীর রাতে উপজেলার দেবতপুর গ্রামের ওহাব ফকিরের ছেলে কৃষক রুহুল আমিনের ২ বিঘা করলার জমিতে
বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে রুহুল আমিন করলার জমিতে গেলে দেখেন করলা গাছের পাতা শুকিয়ে যাচ্ছে।
কিছু কিছু জায়গায় বিষ প্রয়োগের আলামত দেখে এলাকার ব্যাক্তি বর্গদের জানান ও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান রুহুল আমিন।