আলমডাঙ্গায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ পালিত
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলমডাঙ্গায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজসে দিবসটি পালন উপলক্ষে র্যালি শেষে ও উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার হেদায়েতুল্লাহ।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপসহকারি কৃষি অফিসার খালিদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ।