আলমডাঙ্গায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মষ্টমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় চারতলার মোড়েরর শ্রী সত্যনারায়ন মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের হাইরোড, স্বাধীনতা স্তম্ভ, রেল ষ্টেশন, পশুহাট, সোনাপট্টি হয়ে রথতলা হরিবাসর আঙ্গিনায় আলোচনা সভায় মিলিত হয়।
জন্মষ্টমী আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
র্যালি ও আলোচনা সভায় জন্মষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও পৌ পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যঅন অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর আগরওয়ালা, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সুশীল কুমার ভৌতিকা, সমীর কুমার দে, সাধারন সম্পাদক কিশোর কুমার কুন্ডু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার।
পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ কুমার আচার্য্যর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, সহসভাপতি মদন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জয় কুমার বিশ^াস, উপজেলা হিন্দু কল্যাণ ট্রাষ্টের প্রতিনিধি অসিম কুমার সাহা, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ সাহা, প্রসেনজিৎ, মহেশ, গোপাল, স্বপন পাল, সৌরভ, বাধন, শুভ, উজ্জ্বল, তন্ময়, দীপ প্রমুখ।