আলমডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ৩ দিন ব্যাপী মেলা, ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, জনস্বাস্থ্য অধিদপ্তর, এলজিইডি অধিদপ্তরসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলো এ মেলায় অংশ গ্রহণ করবে। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিন উপজেলা মঞ্চ চত্তরে মেলা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, মিনাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকরাম হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, এলজিইডি অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, নির্বাচন অফিসার মশিউর রহমান, উপসহকারি মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম বেলু, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন হেলাল উজ্জামান, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুছাব আলী, লিমন আলী, জিয়াউর রহমান, পরিসংখ্যন তদন্তকারী মফিজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাজিদুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামীক ফাউন্ডেশনের সমন্বয়ক ওমর ফারুকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্মা কর্মচারী।