আলমডাঙ্গায় ষ্টেশনপাড়া মাদক সম্রাট রুবেল ও তার স্ত্রী লিজা আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ষ্টেশনপাড়া মাদক সম্রাট রুবেল ও তার স্ত্রী লিজাকে আটক করেছে। ১ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকার ষ্টেশনপাড়ার রেজাউল কালার ছেলে রুবেল (২৬)ও তার স্ত্রী লিজা খাতুন(২২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রুবেল ইতোপূর্বে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। তার নামে রয়েছে প্রায় ডজন খানেক মামলা। কয়েক দিন আগে সে জেল থেকে জামিনে বাড়ি আসে। বাড়িতে এসে এবার তার স্ত্রীকে সাথে নিয়ে শুরু করেছে ট্যাপেন্টা ব্যবসা।
শুক্রবার দুপুরে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ মহলদার, এএসআই রাসেল তালুকদার ও এএসআই রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে ট্যাপেন্টাডল বিক্রয়কালে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।