১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১, ২০২৩
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয়ের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বেলা ১১টায় পৌর বাস টার্মিনালে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানো হয়।


চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের সহসভাপতি ওহিদ হাসান ঘপার সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ করান আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও আলোচনা সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় হাসান কাদির গনু বলেন, বাস-ট্রাকের শ্রমিক-কর্মচারীদেরর দায়িত্বশীল হতে হয়। কারণ তাদেরকে মানুষের জান-মালের হেফাজত করতে হয়। সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। এ সময় শ্রমিক নেতাদের দাবির প্রতি সম্মান জানিয়ে হাসান কাদির গনু টার্মিনালে একটি মসজিদ নির্মানের ঘোষনা দেন।

আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচত আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ট্রাক ও ট্রাংকলরি শ্রমিকদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে সংগঠন শক্তিশালি হয়। এতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়।

আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, বণিক সমিতির ক্যাশিয়ার আলা উদ্দিন, প্রধান কার্যালয়ের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর আরফিন টিটন, প্রচার সম্পাদক আলা উদ্দিন আলা, নির্বাচন কমিশনের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম, বাবু, মামুন হোসেন, জান্নাত হোসেন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, সম্পাদক আলা উদ্দিন, সহসভাপতি আমিরুল ইসলাম, ক্যাশিয়ার সাহাবুল ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধান সম্পাদক মজিবার রহমান।

প্রধান নির্বাচন কমিশনার ও চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন অর রশিদের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু, সম্পাদক রানা, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার নবনির্বাচিত সহসভাপতি হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ইপি, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সহসম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সেন্টু আলী, কার্যকরী সদস্য রুবেল হোসেন ভোলা, হাশেম আলী, আক্তার আলী, মির হোসেনসহ চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ের পক্ষ থেকে নতিডাঙ্গা গ্রামের মরহুম শফিকুল ইসলাম ড্রাইভারের পরিবারের হাতে মৃত্যু দাবী হিসেবে ২০ হাজার টাকা প্রধান অতিথি মেয়র হাসান কাদির গনু তুৃলে দেন। শফিকুল ইসলাম কিছুদিন আগে মৃত্যু বরণ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram