আলমডাঙ্গায় প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষীদের নগদ অর্থ প্রদান
আলমডাঙ্গায় প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষীদের নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় ২০ জন উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শণী খামারীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান ও আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম।
প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাকিম মুকুটের উপস্থাপনায় উপস্থিত ছিলেন খামারী মোস্তাফিজুর রহমান, মুক্তার আলী, মিনাজ উদ্দিন, ইফতেখার রসুল, আব্দুল হাদি, বিল্লাল হোসেন, মর্জিনা খাতুন, তরিকুল ইসলাম, কাজী রিয়াজ উদ্দিন, শাহিনুর রহমান, আশরাফুল হক, আলমগীর হোসেন, আলতাফ হোসেন, রানা আহমেদ, দেলোয়ার হোসেন, আল-আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের হাতে অনুদানের নগদ টাকা ও সাইন বোর্ড তুলে দেওয়া হয়।