১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৯, ২০২৩
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।“ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি ব্যালি শহর প্রদক্ষিণ শেষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্তর, তানা চত্তর, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধযুক্ত ধোয়া উদগীরণ করে মশা নিধন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, বর্ষা মৌসুমে এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি তখন ডেঙ্গু মশার উপদ্রবও বেড়ে যায়। সতর্কতা ও সচেতনতার ফলে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। মশা নিধনে আপনার নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। তাহলে দেখবেন মশা এমনিতেই কমে যাবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, পৌর সভার প্যানেল মেয়র-১ খন্দকার মজিবুল ইসলাম, পৗর সভার প্যানেল মেয়র-জহুরুল ইসলাম স্বপন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসাইন, সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মাহবুব আলম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ রবিউল ইসলাম খান, পাইলট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, উপসহকারি মেডেকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, মহিলা বিষয়ক কর্মকতা মাখছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ারটেকার কাজী ওমর ফারুক, প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram