৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী ফার্মের ডিলার চার পার্টনার সিন্ডিকেট করে শহরের অন্যান্য ফিড ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৮, ২০২৩
202
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় নিয়োগপ্রাপ্ত কাজী ফার্মের ডিলার চার পার্টনার সিন্ডিকেট করে শহরের অন্যান্য ফিড ব্যবসায়ীদের হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। নিজেরা এমনকি পুলিশ দিয়েও তারা বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানী করার অভিযোগ উঠেছে।

আলমডাঙ্গার চাতালমোড়ের ফিড ব্যবসায়ী নাজের আলী বলেন, হাউসপুর গ্রামের মাহফুজ হোসেন, একই গ্রামের নাসির উদ্দীন, এরশাদপুর গ্রামের সজীব হোসেন ও আনন্দধাম এলাকার আব্দুল ওয়াদুদ চারজন পার্টনারশিপে আলমডাঙ্গায় কাজী ফার্মের ডিলারশীপ নিয়ে ব্যবসা করছেন। তারা রীতিমত সিন্ডিকেট করে বেশী দামে ফিড কিনতে বাধ্য করছেন ব্যবসায়ীদের।

তিনি বলেন, মুন্সিগঞ্জ, হাটবোয়ালিয়া, চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী হরিকুন্ডুতে কাজী ফার্মের এক বস্তা ফিড কিনতে পাওয়া যায় ৩১'শ টাকায়। আলমডাঙ্গার ডিলার সিন্ডিকেট করে ফিডের একই বস্তা বিক্রি করছে ৩৩'শ টাকায়। তাদের কাছ থেকে ফিড না কিনলে তারা নানাভাবে হয়রানী করছে। এমনকি পুলিশ দিয়েও তারা হয়রানী করছে বলে জানান নাজের আলী।

কাজী ফার্মের আলমডাঙ্গার ডিলার মাহফুজ হোসেন জানান, তারা কোম্পানি থেকে যে দামে ফিডের বস্তা কিনছেন তার চেয়ে কম দামে বিক্রী করা যায় না। কিন্ত আলমডাঙ্গার বেশ কয়েকজন ফিড ব্যবসায়ী কোম্পানীর নির্দিষ্ট দামের চেয়েও ১'শ টাকা কম দামে বিক্রি করছেন। এটা ঠেকাতে কোম্পানীর নির্দেশে আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

কাজী ফার্মের চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলের সেলস এক্সিকিউটিভ অফিসার ফজলে করীম জানান,কোন ব্যবসায়ী যদি কম দামে বিক্রি করেন সেটা তার ব্যবসায়ীক কৌশল। এর জন্য পুলিশকে দিয়ে ব্যবসায়ীকে হয়রানী করার কোম্পানীর পক্ষ থেকে কোন নির্দেশনা নেই।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram