আলমডাঙ্গায় ব্যস্ত সময় কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা আলমডাঙ্গায় দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করেন। ২২ আগস্ট মঙ্গলবার কর্মব্যস্ত দিনের প্রথমে তিনি আলমডাঙ্গার বধ্যভূমিতে উপস্থিত হন। সেখানে তিনি বধ্যভূমির বেদীতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে '৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক জান্তার হাতে নিহত শহীদদের আত্মদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু প্রমুখ।
পরে তিনি উপজেলা পরিষদে মতবিনিময়, আলমডাঙ্গা পৌরসভা, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা ভূমি অফিস ও কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
বধ্যভূমির বেদীতে পুষ্পাঞ্জলি প্রদানের পর তিনি আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।
পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাাহান নিতু, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত একরামুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, হাসানুজ্জামান সরোয়ার, মোখলেছুর রহমান শিলন, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, তাফসির আহমেদ মল্লিক লাল, মিনাজ উদ্দিন, তবারক হোসেন, সোহানুর রহমান, তরিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, ক্যাশিয়ার আলা উদ্দিন, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী রফিকুল ইসলাম, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যুগ্মসম্পাদক হাজী হারুন অর রশিদ।
এছাড়ার উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফুদৌল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, খাদ্য পরিদর্শক(এসিএলএসডি) লিটন কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্তকর্তা ¯িœগ্ধা দাস, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, পল্লী বিদ্যুতের আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে তিনি আলমডাঙ্গা থানা পরির্দশন করেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নিকট থানা এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে খোজ খবর নেন। থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, এসআই বিকাশ কুমারসহ সকল অফিসার ফোর্স।
থানা পরির্দশন শেষে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন। এসময় তিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও খোজ খবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন প্রমুখ।
দুপুরে তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস ও কালিদাসপুর ভ‚মি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, কালিদাসপুর ইউনিয়ন ভ‚মি সহকারি(ভারপ্রাপ্ত)কর্মকর্তা রেজাউল ইসলাম, সার্ভেয়ার মাজেদুল ইসলাম প্রমুখ।
সর্বশেষ আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন তিনি। তিনি পৌর এলাকার সকল কর্মকান্ডের বিষয়ে খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, পৌর মেয়র হাসান কাদির গনু, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, প্যানেল মেয়র-১ খন্দকার মজিবুল ইসলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আলাল উদ্দিনসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।