আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ
আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দীপককে মারধর ও তার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন দীপক।
অফিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গার থানাপাড়ার মৃত সরোয়ার হোসেন ছারু চেয়ারম্যানের ছেলে দীপকের সাথে সামাজিক ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল মাদ্রাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে বাদশা, গোবিন্দপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাব্বির, নাহিয়াম, সাদি, রিয়নের। এর জেরে গতকাল দুপুরে বাদশার নেতৃত্বে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে দীপকের বাড়িতে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় দীপকের স্ত্রী সেলিনা বেগম ও দীপকের চাচাতো ভাই শিপন আহত হন।
বাড়ি ভাংচুর শেষে ফেরার পথে দীপককে পেয়ে তাকেও মারধর করে তারা। লোহার রডের বাড়িতে দীপকের হাত রক্তাক্ত জখম হয়েছে।
মারধর ও বাড়ি ভাংচুরের ঘটনায় বাদশাসহ ৪/৫ জনের নামে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।