আলমডাঙ্গায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলায় "জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্ত কমিটি" কর্তৃক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট বুধবার দুপুরে নির্বাচিত ১০ টি স্থানে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ, মরা নদী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪২২ কেজি রুই ও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
কুমারি ভেটেরিনারী ট্রেনিং সেন্টারের মাছে পোনা অবমুক্ত অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) রাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি ছিলেন কুমারি ভেটেরিনারী ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মো: গোলাম হায়দার, সহকারী অধ্যাপক কাজী মাহযাবিন নাহার, চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, চুয়াডাঙ্গা সদরের খামার ব্যবস্থাপক আলাউদ্দীন, উপজেলা মৎস্য অফিসের স্টাফ বেলাল হোসেনসহ উপজেলা "জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্ত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও মৎস্য চাষিরা।