আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুজন আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বকসিপুর গ্রামের মাদক ব্যবসায়ী চিহ্নিত চোর সুজন আলীকে আটক করেছে। ১২ আগস্ট শনিবার রাতে আলমডাঙ্গা শহরের পোস্ট অফিসের সামনে থেকে তাকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
জানাগেছে, উপজেলার বকসিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সুজন আলী(৩৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে মাদক ব্যবসার পাশাপাশি মাঝে মাঝে বকসিপুর থেকে আলমডাঙ্গা শহরের এসে রাতের আধারে মানুষের বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে । তার নামে আলমডাঙ্গা থানায় মামলাও রয়েছে।
শনিবার রাতে আলমডাঙ্গা পোষ্ট অফিসের সামনে থেকে তার চলাফেরায় সন্দেহ হলে এসআই আমিনুল হক তাকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসা বাদের একপর্যায়ে তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।