আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন
আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সর্বপ্রথম বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ।
এর পর আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন ও পুলিশ পরিদর্শক অপারেশন শেখ ফরিদ। উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, আলমডাঙ্গা সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তথ্য অফিস, ওজোপাডিকো, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সামাজিক পুষ্পমাল্য অর্পণ করে। এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারি কশিনার ভ‚াম রেজওয়া নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, ৭০“র অগ্নিসেনা বীরমুক্তিযোদ্ধা মঈদ উদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, জনস্বাস্থ্য সহকারি হাসিবুজ্জামান, খাদ্য পরিদর্শক(ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপসহকারি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হক বেলু, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, উপসহকারি প্রকৌশলী রোকন উদ্দিন, আবু তৈয়ব, লাইনম্যান মাহমুব আলম, মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম আবু হাসান, পিইউসি শাহাদৎ হোসেন,ইসি মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।