আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের ইউপি সদস্য সাঈদ চুরি মামলায় গ্রেফতার
কুষ্টিয়া দৌলতপুর থানার চুরি মামলায় আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের ইউপি সদস্য সাঈদকে গ্রেফতার করেছে। ৩ আগস্ট বৃহস্পতিবার সাইদ মেম্বারকে মোটরসাইকেল চুরি মামলায় আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের নুরুল ইসলামের শাহিদ হাসান ওরফে সাঈদ মেম্বার(৩৫) নানা অপকর্মের সাথে জড়িত। সে আলমডাঙ্গাসহ অত্র এলাকার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। গত কয়েকদিন আগে দৌলতপুর থানায় মোটর সাইকেল চুরি মামলা হয়। সেই মামলার আসামী সাঈদ মেম্বার। বৃহস্পতিবার দৌলতপুর থানা পুলিশ আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সাঈদ মেম্বারের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, সাঈদ মেম্বার দৌলতপুর থানায় একটি মোটরসাইকেল চুরি মামলার আসামী। ৩ আগস্ট বৃহস্পতিবার তাকের গ্রেফতার করে নিয়ে গেছে।