আলমডাঙ্গায় থানা পুলিশ অভিযানে নাশকতা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ৬ নেতাকর্মি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ৬ নেতাকর্মিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা আছে বলে থানা পুলিশ জানিয়েছে। ২৯ জুলাই শনিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার হাপানিয়া গ্রামের এজের মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা(৬০), একই গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে নাসির উদ্দিন(৪৫), মৃত বানাত আলী জোয়ার্দ্দারের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), মৃত মফিজ উদ্দিন বিশ^াসের ছেলে মোস্তাফিজুর রহমান(৫৭), হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক(৬৫) ও ডাউকি ইউনিয়নের মৃত মুন্সি সিরাজ উদ্দিনের ছেলে মুন্সি সোহরাব(৭৩)কে গ্রেফতার করে। তারা সবাই জামায়াত সমর্থিত।
এছাড়াও ২৮ জুলাই রাতে আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফরিদপুর গ্রামের কামাল হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি কিতাব আলীকে একই মামলা গ্রেফতার করা হয়।
এজাহারসুত্রে জানাগেছে, উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি এবং জামায়াতের বহু সংখ্যক নেতাকর্মি গভীর রাতে নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থান থেকে ১১ জন বিএনপির নেতাকর্মিকে গ্রেফতার করে।
এই মামলায় গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের সর্বমোট ২২ জন নেতাকর্মিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।