৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৫, ২০২৩
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার নির্বাচন আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৪২৮ জন সদস্য। এ নির্বাচন সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাস-ট্রাক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন। ২৪ জুলাই বেলা ১১টার দিকে তিনি নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

রিয়াজ উদ্দিন আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের পর পর দুবার নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও তিনি আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতিও নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়নপত্র জমাপ্রদান কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, ক্যাশিয়ার সাহাবুল হক, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু, সাধারন সম্পাদক রানা, যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, জিনারুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মি ও সমর্থকরা। মনোনয়নপত্র জমা প্রদানকালে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল ।


নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন অর রশিদ। এছাড়াও নির্বাচনে দায়িত্ব পালন করবেন আব্দুল ওহাব, বাবু ড্রাইভার, জান্নাত আলী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram