আলমডাঙ্গায় দুদিন প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ
দু জন চিকিৎসকের গ্রেফতারে প্রতিবাদ ও চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়নের দাবিতে সারা দেশের মত আলমডাঙ্গায় চিকিৎসকরাও গত ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রেখেছেন।
গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্টিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ ৫০ টি চিকিৎসক সংগঠণের আহ্বানে সারাদেiশের চিকিৎসকগণ এ কর্মসূচি পালন করছেন।
ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই জন চিকিৎসক গ্রেফতার হবার পর থেকে চিকিৎসক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।এ ব্যাপারে আলমডাঙ্গা বেসরকারি ডাক্তার সোসাইটির সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসা পেশায় সংশ্লিষ্টরা ঝুঁকি নিয়ে কাজ করেন, সকলেই চান রোগীর সুস্থতা। তারপরেও বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতে পারে।চিকিৎসা সংক্রান্ত দুর্ঘটনার জন্য চিকিৎসকদের যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয়, তবে চিকিৎসকরা স্বাধীনভাবে সেবা দিতে পারবেন না।
এদিকে, দেশব্যাপী এই কর্মসূচিতে অন্যান্য এলাকার মত আলমডাঙ্গায় সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।